মুন্সীগঞ্জ থেকে আলু যাবার কথা ছিল লক্ষ্মীপুরে কিন্তু পথে চুরি হওয়া আলু চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার নগরীর বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকা থেকে আলু উদ্ধারের পাশাপাশি গ্রেপ্তার করেছেন ক্রেতাকে।গ্রেপ্তারকৃত মো. আকবর ওরফে বুলু (৪২) পেশায় আলু ব্যবসায়ী। তিনি আলুর ক্রেতা ছিলেন বলে পুলিশ জানায়।বায়েজিদ বোস্তামী থানার ওসি প্রিটন সরকার জানান, মো. হারেছ নামে এক ব্যবসায়ী লক্ষ্মীপুরে একটি আড়তের কাছে বিক্রি করেছিলেন। ২৭ মার্চ ট্রাকে করে ২৪৫ বস্তা আলু লক্ষ্মীপুরে পাঠানো হয়েছিল।
কিন্তু নির্ধারিত সময়ে ক্রেতা আলুগুলো না পেয়ে তাকে জানালে তিনি ট্রাকচালক, সহকারী এবং ব্রোকারকে ফোন দিলে তারা গাড়ি নষ্ট হওয়ার কথা জানায় এবং এক পর্যায়ে তিনজনই ফোন বন্ধ করে রাখেন।ওসি প্রিটন জানান, আলু মালিক খোঁজ নিয়ে জানতে পারেন ট্রাকচালকের বাড়ি চট্টগ্রামে। তখন তিনি খোঁজ করতে করতে চট্টগ্রামে এসে পুলিশকে অভিযোগ করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ৮০ বস্তা আলু উদ্ধার করে বুলুকে গ্রেপ্তার করে।বুলু পুলিশকে জানায়, সে ট্রাক চালকের কাছ থেকে ১০০ বস্তা আলু ক্রয় করেছিলেন। তার মধ্যে ২০ বস্তা আলু বিক্রি করেছেন।উদ্ধার করা আলুর পরিমাণ ১১৬ মণ এবং চুরি হওয়া বাকী আলু এবং চালকের সন্ধানে পুলিশ কাজ করছে বলে জানান ওসি প্রিটন