মোঃ জসীম উদ্দীন,বেনাপোল প্রতিনিধিঃ
করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২রা এপ্রিল) সকালে বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটনের নিজস্ব অর্থায়নে সাড়ে ৪ হাজার দুস্থ অসহায় পরিবারের মাঝে ৫ কেজি চাউল, ১ কেজি ডাউল, ২ কেজি আলু, হাফ লিটার তেল ও ১টি করে সাবান বিতরণ করেন। সকাল থেকে পৌরসভার ৯টি ওয়ার্ডে পৃথক পৃথক গাড়ীতে করে এসব ত্রান সামগ্রী অসহায় মানুষের বাড়িতে বাড়িতে পৌছে দেয়।
বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন বলেন, আপনারা কেউ ঘর থেকে বাহির হবেন না। খাবার আমরা আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে দেবো। প্রাথমিক ভাবে আমি পৌরসভার সাড়ে ৪হাজার অসহায় দুস্থ পরিবার তালিকা করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। প্রয়োজন হলে তালিকা আরো বর্ধিত করা হবে। এবং আমার পক্ষ থেকে পৌরবাসীর জন্য সাহায্য অব্যহত থাকবে। আপনারা সুস্থ থাকলেই, আমরাও সুস্থ থাকবো। এসময় তিনি সমাজের বিত্তশালীদেরকেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।