আজ বৃহস্পতিবার সকালে, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে হাসপাতালের পরিচালক এক জরুরী সভায় সিদ্ধান্ত নিয়েছেন, জরুরী বিভাগ সংলগ্ন Casualtie বিভাগে অস্থায়ী ভাবে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রধান করবেন!প্রশংসনীয় একটি কাজ হলেও এতে গোটা চট্টগ্রাম আন্তর্জাতিক মহামারি করোনা ভাইরাসের হুমকির মুখোমুখি হতে হবে বলে ধারণা করা হচ্ছে! কারণ, এই জরুরি বিভাগে প্রতিদিন হাজার হাজার সাধারণ রোগীদের আনাগোনা, তাছাড়া Casualtie বিভাগে দৈনিক শতশত বিভিন্ন এক্সিডেন্ট রোগীদের জরুরি চিকিৎসা প্রধান করা হয়!. এটা করে জরুরি বিভাগে যে সমস্ত রোগীরা প্রতিদিন আসা-যাওয়া করে সবাই পড়তে পারে করোনা ভাইরাসের হুমকির মুখে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের, এমন সিদ্ধান্ত প্রশংসনীয় হলেও গোটা চট্টগ্রাম কে হুমকির মুখোমুখি হতে হবে নিশ্চিত ! তাছাড়া চট্টগ্রাম মেডিক্যাল কলেজে অনেক নতুন নতুন ভবন রয়েছে চাইলে সেখানেও করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রধান করতে পারে মেডিকেলের পরিচালক।