
মহামারী আকার ধারণকারী করোনায় আতঙ্কিত আজ পুরো বিশ্বজগৎ। যার কোন ধরনের প্রতিষেধক এখনো পযর্ন্ত আবিস্কার হয়নি। এই রোগে বিভিন্ন দেশে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছে, হারাচ্ছে। আমাদের দেশেও এর প্রকোপ শুরু হয়েছে, ইতি মধো কয়েকজন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। তবে মরণঘাতী এই ভাইরাস প্রতিরোধের এখন পযর্ন্ত একমাত্র উপায় হচ্ছে সচেতনতা। দেশ ও জনগণের স্বার্থে সরকারের সিদ্ধান্ত আমাদের মেনে চলতে হবে যাতে করে এ ভাইরাস জেন দেশব্যাপী ছড়িয়ে না পড়ে।
মহামারী এই রোগ থেকে দেশ ও নিজ পরিবার কে বাঁচাতে সবচেয়ে বেশি প্রয়োজন জনসচেতনতা। গত ১-২ এপ্রিল, বুধ ও বৃহস্পতিবার, চন্দনাইশ পৌরসভা হারলা ও দক্ষিণ জোয়ারা এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা-ঘাট, মসজিদ-মাদ্রাসা, ঘর-বাড়ীতে করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে জীবনুনাশক পানি ছিটানোর কার্যক্রম উদ্বোধন কালে আল-হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশনের মহাসচিব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্য আলমগীর ইসলাম বঈদী উপরোক্ত কথা বলেন।
কার্যক্রম তদারকি করেন ফাউন্ডেশনের সাবেক যুগ্ম মহাসচিব, রাজনীতিবিদ মুহাম্মদ ইয়াছিন আরাফাত চৌধুরী। উপস্থিত ছিলেন ইমতিয়াজ উদ্দীন খান বাহাদুর, আজিজুল হাকিম খোকা, সাজ্জাদ, আলমগীর সাব্বির, রিপন, সাকিব, ইকবাল, সাকিব, নাছির, রানা, ইউসুফ, অভি, রায়হান, সিহাব, আতিক প্রমূখ।