প্রয়াত সংগীতশিল্পী ভূপেন হাজারিকা কয়েক দশক আগে গেয়েছিলেন, মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না!
ও বন্ধু….মানুষ মানুষের জন্যে মানুষ, জীবনের জন্যে জীবন। এই বিশ্বাসকে ধারণ করে বর্তমান বিশ্বের এক মহামারী করোনা তাণ্ডবে যখন লণ্ডভণ্ড পুরো পৃথিবী, ঠিক তখনি সমাজের অবহেলিতদের দুঃখ লাঘব করতে সমাজের বিত্তশালী ও বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে আসতে শুরু করেছে।আনোয়ারা উপজেলার ৩ নং রায়পুর ইউনিয়নের অন্যতম একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয় রায়পুর। দেশের যেকোন পরিস্থিতিতে এ সংগঠনটি তাদের ইউনিয়নের অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর রেকর্ড আছে অহরহ।
তারই ধারাবাহিকতায় করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের কর্মহীন নিম্ন আয়ের মানুষদের মধ্যে আজ খাদ্যসামগ্রী বিতরণ করেছে সংগঠনটি।শুক্রবার (৩ এপ্রিল) উপজেলার ৩ নং রায়পুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সংগঠনটির উদ্যোগে দেড় শতাধিক নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
প্রদত্ত সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, পেঁয়াজ, আলু, এক চনার ডাল, তেল, লবণ ইত্যাদি।এর আগে একই সংগঠনের উদ্যোগে এলাকার মানুষের মাঝে লিফলেট বিতরণ করার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করা হয়।
সংগঠনটির প্রধান উপদেষ্টা রফিকুল ইসলাম বলেন, ‘চলমান পরিস্থিতিতে কর্মহীন অবস্থায় রয়েছে অসংখ্য দিনমজুর, শ্রমিকসহ বিভিন্ন নিম্ন আয়ের মানুষ। এই কর্মহীন মানুষগুলোর পাশে দাঁড়িয়েছি আমরা। পরিস্থিতির উপর নির্ভর করে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।’সংগঠনের অন্যতম উপদেষ্টা মাওলানা এনামুল হক এনাম বলেন, ‘মহামারী করোনা আজ সারা বিশ্বকে থমকে দিয়েছে। আল্লাহ না চাইলে এ থেকে পরিত্রাণের সুযোগ নেই। এই অবস্থায় অন্যান্য দেশের মত বাংলাদেশও বিরাট হুমকির মুখে পড়েছে। এ দেশের খেটে-খাওয়া মানুষ এখন বড্ড অসহায় জীবনযাপন করছে। পুরো দেশে আজ সরকারি বা বেসরকারি অনেক সংগঠন এদের পাশে দাঁড়িয়েছে।
তারই ধারাবাহিকতায় আমরা রায়পুর ইউনিয়নের নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে। যারা দিনে এনে দিনে খায়, তারা এখন দিনে আনতেও পারছেনা, খেতেও পারছেনা। তাই, আমাদের সাধ্যমতো তাদের দুঃখ লাঘব করার চেষ্টা করছি। আমাদের মতো এলাকার বিত্তবান ও দলীয় নেতাদের এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো উচিত বলে আমি মনে করি।’প্রিয় রায়পুর’র আহবায়ক সাইফুল ইসলাম বলেন, ‘দেশের চলমান পরিস্থিতিতে রায়পুর ইউনিয়নের দরিদ্র মানুষের জন্য আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। আমাদের এলাকার মানুষের জন্য কিছু করতে পেরে নিজেদের গর্বিত বোধ করছি।’
খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন যথাক্রমে রফিকুল ইসলাম, এনামুল হক এনাম, জাহাঙ্গীর আলম, নিজাম চৌধুরী, সাইফুল ইসলাম, জিকু তালুকদার, সাংবাদিক এম. সাদ্দাম হোসাইন সাজ্জাদ, মো. ইসমাইল, মানিক মাহি, শাহাদাৎ হোসেন রুবেল, শাহেদুল ইসলাম, টুটুল, মো. বাশার, মো. মোশাররফ, তৌহিদুল ইসলাম, সোহান, এরফান, তানভির শাফায়েত, এহসান, সুশীল শীল প্রমুখ।