পৃথিবী জুড়ে ভয়াবহ আতঙ্কের নাম কোভিড-১৯ করোনাভাইরাস এবার এই ভাইরাসে পৃথিবীজুড়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজারে এখনো পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ দিনরাত পরিশ্রম করেও ভ্যাকসিন আবিষ্কার করতে পারেনি।বিশ্বজুড়ে আতঙ্কের নাম এখন নভেল করোনাভাইরাস; আক্রান্তের সংখ্যা ৮ লাখ ছাড়িয়েছে, মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে এখন ৩৭ হাজারের বেশি।নতুন ধরনের এই ভাইরাসে আক্রান্ত হলে চিকিৎসার জন্য সুনির্দিষ্ট ওষুধ এখনও নেই; ফলে প্রতিকারের চেয়ে প্রতিরোধের টিকা পাওয়ার আশায় আছে বিশ্ববাসী।
তিন মাস আগে চীনে সংক্রমণ ঘটার পর বিশ্বে যখন ছড়াতে শুরু করেছিল, তখন থেকেই টিকা আবিষ্কারে নেমে পড়েছিল যুক্তরাষ্ট্র, জাপান, চীনের মতো দেশগুলো।কোভিড-১৯ রোগের প্রতিষেধক কে আগে বার করবে, সেই দৌড়ে আছে তারা এখনও। মানুষের শরীরে কী প্রভাব হয়, তা দেখতে এরমধ্যে যুক্তরাষ্ট্র তাদের আবিষ্কৃত টিকার নিরীক্ষায় নেমেছে।কিন্তু গবেষকরা কতটুকু সফল হতে পেরেছেন নতুন এই ভাইরাসটির প্রতিষেধক তৈরিতে? আর কত দিনই বা লাগবে টিকা প্রয়োগ করে মানুষের মৃত্যুর মিছিল থামাতে?