
৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড এর অন্তর্গত হিলভিউ আবাসিক এলাকার যুব উন্নয়ন অধিদপ্তর স্বীকৃত সামাজিক সংগঠন হিলভিউ ক্লাব এর পক্ষ থেকে ১৭৩ পরিবার এর মাঝে ত্রান বিতরন করা হয় সারা বিশ্বব্যাপী যে মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বাংলাদেশেও তারই প্রভাবে বিভিন্ন জায়গা থেকে করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। সরকার করোনা ভাইরাস প্রতিরোধের জন্য গৃহবন্দির মতন হোম কোয়ারেন্টাইন পদক্ষেপ গ্রহণ করায় কর্মজীবী দিনমজুর খেটে খাওয়া মানুষদের রুজি রোজগারের রাস্তা বন্ধ হয়ে গেছে।
সামাজিক দূরত্ব বজায় রেখে একটি সুন্দর পরিকল্পনার মাধ্যমে গরিব দুঃখী অসহায় মেহনতী দিনমজুর খেটে খাওয়া মানুষের মাঝে বিভিন খাদ্য সামগ্রী বিতরণ করেন।ত্রান বিতরনে সার্বিক সহযোগিতা করেছেন লায়ন সৈয়দ মাহফুজুর রহমান,আত-ওয়াবুল ইসলাম,মঞ্জুর আলম চৌধুরী,আকতারুজ্জামান ফখরু,ফাহিম উদ্দিন ,রাহাত নিজাম খান,সাইফুদ্দীন,কাজী আশিক,পারভেজ হোসেন চৌধুরী, তারেক আল ফারুক সহ আরো অনেকেই I