
করোনা ভাইরাসের কারণে দেশ এখন প্রায় লক-ডাউন ৷ এখন প্রায় সব মানুষই বাসায় তাই দিন মজুর, রিকসাচালক সহ মানুষরা পড়ছে নানা রকম সমস্যায় ৷ তারা এক বেলা খেলে আরেক বেলা খাওয়ার সামর্থ্য নাই, কারণ তাদের আয়ের পথ বন্ধ।এসব মানুষের কথা চিন্তা করে দেশের এই দূর্যোগ পরিস্থিতিতে আজ ৫ই এপ্রিল পুরাতন চান্দগাঁও থানা এলাকায় দরিদ্র, অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন সামাজিক সংগঠন “সেভ দ্যা ন্যাচার অফ বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের আওতাধীন চান্দগাঁও থানা শাখা। তারা প্রায় ৭০ জনের মতো মানুষ কে খাবার প্রদান করেন। তাদের মধ্যে রিকশাচালক, দিনমজুরসহ অবহেলিত মানুষ রয়েছেন ৷এসময় উপস্থিত ছিলেন সংগঠনের চান্দগাঁও থানা শাখা’র সাধারণ সম্পাদক মোঃ নুরুল মোস্তাফাসহ সংগঠনের কার্যকরী সদস্যবৃন্দ ৷