মোঃ বাকি বিল্লাহ্ চৌধুরী :এবিটিভি
৩২ আনসার ব্যাটালিয়নের উর্ধতন কর্মকর্তা ও ব্যাটালিয়ন সদস্য কর্তৃক আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্টিদের মাঝে মাস্ক ও সাবান বিতরণ। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কোবিড-১৯) থেকে বাঁচার লক্ষে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে বান্দরাবান জেলার লামা উপজেলার চাম্পাতলী এলাকায় ৩২ আনসার ব্যাটালিয়নের সদস্যগন আজ আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্টিদেরকে মাস্ক ও সাবান বিতরণ করেন। তাদের জীবন যাত্রায় আরো সাবধান ও সতর্কতা অবলম্বনের জন্য উদ্ভুদ্ধ করা হয় এবং ক্ষারযুক্ত সাবান দিয়ে ভালোভাবে ২০ সেকেন্ড হাত ধোয়া জরুরী প্রয়োজনে বাইরে বের হলে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার পূর্বক নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করার জন্য ব্যাটালিয়নের কর্মকর্তাগণ তাদের পরামর্শ দেন।