কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জের প্রক্ষাত দানবীর মরহুম মৌলভী মকবুল আলীর পরিবারের পক্ষ থেকে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হওয়া পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী উপহার করেন দানবীর মকবুল আলীর সুযোগ্য উত্তরসূরি কমলগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রচার বিমুখ কাউন্সিলর গোলাম মুগ্নী মুহিত।
গোলাম মুগ্নী মুহিত উপহার সামগ্রী (খাদ্যদ্রব্য) নিজ ওয়ার্ডের বিভিন্ন কলোনি ও বাসাবাড়ীতে নিজে পৌছিয়ে দেন। গোলাম মুগ্নী মুহিত বলেন, আমার এলাকার কর্মহীন’রা না খেয়ে থাকবে তা আমরা সহ্য করতে পারবো না। যতদিন পর্যন্ত করোনার প্রভাব কেটে না যাবে, কর্মহীন’রা নিজ নিজ কর্মক্ষেত্রে ফিরে না যাবে ততদিন পর্যন্ত আমি ও আমার পরিবারের সাধ্যমত নিয়মিত তাদের পাশে থাকবো। উল্লেখ্য, উপহার সামগ্রীগুলো প্রায় ২০০ পরিবারে পৌছিয়ে দেন, এ ধারা প্রতিনিয়ত অব্যাহত রাখবেন বলে আশ্বস্থ করেন তিনি।