কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে করোনার প্রভাবে অসহায় নিম্ন আয়ের মানুষের জন্য খোলা বাজারে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির
কার্যক্রম শুরু হরেছে। বৃহস্পতিবার সকালে কমলগঞ্জের পৌরসভার ভানুগাছ বাজারে এই চাল বিক্রির কার্যক্রম শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আসলামুল ইকবাল মিলন, সাধারন সম্পাদক এডভোকেট এ এস এম আজাদুর রহমান, এডভোকেট সানোয়ার হোসেন, কমলগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলার গোলাম মুগ্নী মুহিত, ৮নং ওয়ার্ড কাউন্সিলার আনোয়ার হোসেন, ৯নং ওয়ার্ড কাউন্সিলার রাসেল মতলবি তরফদার সহ আওয়ামীলীগের ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা। এ বিষয়ে আলাপকালে পৌর বনিক সমিতির সাধারন সম্পাদক এডভোকেট সানায়োর হোসেন বলেন, পৌর এলাকায় সাপ্তাহে তিন দিন ১০০কেজি চাল জনপ্রতি ৫কেজি করে বিক্রি করা হবে।