নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা(পটুয়াখালী)
বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাসে স্থবির হয়ে পড়েছে দৈনন্দিন শ্রমজীবি মানুষে জীবন। তাই অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের জন্য গলাচিপায় আদর্শ ছাত্র ও যুব সমাজের উদ্দ্যোগে ২৫০টি পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়। এতে সার্বিক সহযোগিতা ও ত্রান বিতরণ করেন সমাজসেবক মোঃ গিয়াস উদ্দিন জুলহাস। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে গলাচিপা উপজেলার পূর্ব পাড়-ডাকুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার সকালে এ ত্রান বিতরণ করা হয়।
এ সময় প্রত্যেক পরিবারকে ১০কেজি চাল, ৩কেজি আলু, ২লিটার তৈল, ১কেজি ডাল ও ২টি সাবান বিতরণ করা হয়। ত্রান বিতরণ কর্মসূচিতে জি.এম.ট্রেড ইন্টারন্যাশনাল ও জারিফ কর্পোরেশন সহযোগিতা করে। ত্রান বিতরনের সময় উপস্থিত ছিলেন গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ও সাংবাদিক মোঃ হারুন অর রশিদ, অবসরপ্রাপ্ত শিক্ষক মতিউর রহমান মানিক, মোঃ আতিক, শাকুর হাওলাদার, স্থানীয় জহির সরদার, মশিউর রহমান প্রমুখ।