শুধুমাত্র মোবাইল নাম্বার এ কল বা মেসেজ করলে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে নির্দিষ্ট স্থানে।মধ্যবিত্ত পরিবারের জন্য ব্যতিক্রমী উদ্যোগটি নিয়েছেন সচেতন নাগরিক সমাজ এর সদস্য সচিব মোহাম্মদ সাজ্জাদ হোসেন। এর আগে (৩ এপ্রিল) শুক্রবার বিকালে সাজ্জাদ হোসেন সমর্থক গোষ্ঠী নামক একটি আইডি থেকে তার সমর্থকরা এবং তার বিভিন্ন সমর্থকরা তাদের নিজের আইডি থেকে সাজ্জাদ হোসেন এর এই ঘোষণা শেয়ার করেন,এবং এ ঘোষণা ২৯নং ওয়ার্ড এর সর্বস্তরের জনগনের মাঝে পৌছেঁ দেয়।
এরই ধারাবাহিকতায় সাজ্জাদ হোসেন এর ব্যক্তিগত উদ্যোগে রিক্সায় করে ওয়ার্ডের বসবাসরত মধ্যবিত্ত পরিবারের কাছে পৌছেঁ যাচ্ছে খাবার। গত (৩ এপ্রিল) শুক্রবার থেকে(১২ এপ্রিল) রবিবার পর্যন্ত শতাধিক এর উপরে পরিবারের কাছে সাজ্জাদ হোসেনের উপহার সামগ্রী পৌছেঁ গেছে বলে জানা যায়। এ বিষয়ে নগর ছাত্রলীগ এর গণ যোগাযোগ উন্নয়ন বিষয়ক সম্পাদক শাহরিয়ার হাসান বলেন, সাজ্জাদ হোসেনের ব্যক্তিগত ত্রাণ তহবিল থেকে এসব খাদ্যসামগ্রী পৌছেঁ দেওয়া হচ্ছে। ইতোমধ্যে আমরা শতাধিক এর উপরে পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি।
উল্লেখ্য, এর আগে সাজ্জাদ হোসেন ব্যক্তিগত তহবিল থেকে গত (২৪ মার্চ)থেকে ওয়ার্ডে বিভিন্ন এলাকায়, বিভিন্ন স্থানে মানুষের মাঝে সচেতনতা মূলক লিফলেট,হ্যান্ড সেনিটাইজার, হতদরিদ্র মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করে আসছেন এবং এখন ও চালু রয়েছে বলে জানিয়েছেন। এবং গত (২৩ মার্চ) থেকে ২৯নং ওয়ার্ড এর প্রতিটি মসজিদে ওয়ার্ড বাসীর জন্য দোয়া কামনায় (দরুদে শেফা ও মিলাদে মোস্তফা) এর আয়োজন করেন যেখানে ওয়ার্ড এর সকল জণগণ এর দেশবাসী সহ সকল বিশ্ববাসীর জন্য দোয়া করা হয়।