নিউজ ডেস্কঃ
বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে এই নিয়ে মোট মৃতের সংখ্যা ৪৬ জনে, দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৪৬ জনে পৌঁছালো। নতুন করে আরো ২০৯ জনের দেহে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে।
এ নিয়ে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০১২।সুস্থ হয়ে বাড়ী ফিরে যাওয়ার সংখ্যা আগের ৪২ জন ছাড়া নতুন কোন সুস্থ নেই ।
আজ মঙ্গলবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান- আইইডিসিআর।