আনুষ্ঠানিকভাবে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) দায়িত্ব নিয়েছেন বেনজীর আহমেদ। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তাঁকে র্যাঙ্ক ব্যাজ পরানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তাফা কামাল উদ্দীন। আরও উপস্থিত ছিলেন বিদায়ী আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশনস) মো. মইনুর রহমান চৌধুরী, পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শক মীর শহীদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবেরা। দায়িত্ব গ্রহণের পর বেনজীর আহমেদ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।