চট্টগ্রামের বাঁশখালীতে ‘অসহায় দরিদ্র মানুষের পাশে আমরা বন্ধু মহল’ নামের তেইশ জনের একটি মেসিঞ্জার গ্রুফ অসহায় কর্মহীন মানুষের পাশে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন। তারা সকলই বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের জালিয়াঘাটা গ্রামের। এই মেসিঞ্জার গ্রুফে তারা প্রত্যেকে একে অপরের বন্ধু। কেউ ছাত্র, কেউ ক্ষুদ্র ব্যবসায়ী আবার কেউ দূর প্রবাসে। তারা দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে থাকলেও অনলাইন জগতে গ্রুফ আইডির মাধ্যমে হাতের মুঠোই। তাদের উদ্দেশ্য ফটোসেশন নয় প্রকৃত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তাদের চিন্তা সবসময় এলাকার মানুষের দুঃখ দূর্দশা নিয়ে।
তারা তাদের বন্ধু মহলের যৌথ সমন্বয়ে এলাকায় সৃষ্ট সংকট নিরসনে নিরলষ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারই ধারা বাহিতকতায় গত বুধবার ১৫ এপ্রিল হতে চলমান বিশ্বমহামারি কোভিট-১৯ এ নিম্ন আয়ের গৃহবন্ধী অসহায় পরিবারের ঘরে ঘরে ত্রাণ নিয়ে ছুটে চলছেন তারা। তাদের তৈরীকৃত প্যাকেটে রয়েছে চাল, ডাল, আলু, ভোজ্য তেল, পিয়াজ। তারা প্রথম ধাপে দুইশত পঞ্চাশ পরিবারের কাছে পৌঁছে দিচ্ছেন ত্রাণের প্যাকেট গুলো। তাদের এমন মহৎ উদ্যোগ এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রশংসা পাচ্ছেন এলাকার সচেতন মহলের।
তেইশ জনের মেসিঞ্জার গ্রুফের সদস্য মাসুম হোসাইন জানান, আমরা এই মহাদূর্যোগে হত দরিদ্র গৃহবন্ধী পরিবারের মাঝে সাধ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা এলাকায় খোজ নিয়ে তালিকা তৈরী করেছি। তারই আলোকে প্রমথ ধাপে দুইশত পঞ্চাশ পরিবারের কাছে খাদ্যসামগ্রী পাঠাচ্ছি। জনাব মাসুম তাদের বন্ধু মহলের এই কার্যক্রম ক্রমান্বয়ে অব্যাহত থাকবে বলেও জানান। বন্ধু মহলের আরেক সদস্য আবদুল গফুর কোম্পানী জানান, এলাকার যে কোন সৃষ্ট সংকট নিরসনে আমরা বন্ধু মহল এক্যবদ্ধ আছি। আমি মহান রাব্বুল আলামীনের কাছে প্রার্থনা করি আল্লাহপাক যেন আমাদের প্রত্যেককে যে কোন ভয়াবহ দূর্যোগ হতে রক্ষা করেন।
তামিম আবদুল্লাহ বলেন, দেশে সৃষ্ট দূর্যোগে সমাজের বিত্তবানরা যার যার অবস্থান হতে এগিয়ে আসলে এ পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব। ‘অসহায় দরিদ্র মানুষের পাশে আমরা বন্ধু মহল’ নামের ২৩ জনের মেসিঞ্জার গ্রুফের অন্যান্য সদস্যরা হলেন, হুমায়ুন কবির, মাসুম হোসাইন, আবদুল গফুর কোম্পানী, তামিম আবদুল্লাহ, সরওয়ার, জসিম, দিদারুল ইসলাম, জাহাঙ্গীর হোসাইন সামিত, দিদারুল আলম জিদান, বাবু চৌধুরী, মোস্তাক আহমদ, মো. সোহেল, দিদারুল আলম, মোস্তাক আহমদ, মোহাম্মদ সোহেল, মো. তারেক, মো. আজিজ, মাঈনুদ্দিন রুবেল, জোবাইর সানি, মো. রনি, আলী আকবর রানা, আক্তার আলী, মো. বেলাল, মো. সাইফুল ইসলাম হিরু, মো. ফারক সহ প্রমুখ।