ছাতক প্রতিনিধি:
ছাতকে করোনা ভাইরাসের কারণে জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে রাস্তায় বাঁশের বেড়া, বিদ্যুতের খুঁটি ও বালু ভর্তি বস্তা পুঁতে রাখা হয়েছে। এতে পুলিশ, সেনাবাহিনী, বিজিবির টহলকৃত যানবাহন, রোগি, ঔষধ ও নিত্য অপ্রয়োজনীয় পণ্যের যানবাহন চলাচলে মারাত্বক ব্যঘাতের সৃষ্টি হচ্ছে। এমন অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবিরের নির্দেশে শুক্রবার বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের কয়েকটি রাস্তা থেকে বাঁশের বেড়া, বিদ্যুতের খুঁটি অপসারণ করা হয়।
গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখলাকুর রহমান, থানার এসআই হাবিবুর রহমান পিপিএম ও ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনির নেতৃত্বে অপসারণ অভিযানে স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিকরা অংশ নেন। গোবিন্দগঞ্জ-বিলপার ও গোবিন্দগঞ্জের বটেরগাঁও থেকে দশঘরের রাস্তায় এ অপসারণের অভিযান অনুষ্ঠিত হয়। পর্যাক্রমে অন্যান্য রাস্তায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে। করোনা ভাইরাসের কারণে ঘর থেকে কেউ বের না হওয়ার জন্য প্রশাসন ও জনপ্রতিধিরা আহবান জানান।