
আমরা সবাই বাবাদের যোদ্ধা বলি সেটি আবারো প্রমাণ হলো এই মহামারীর সময়। করোনা ভাইরাসে আক্রান্তদের নিয়ে আমরা অনেক সংবাদ দেখছি পত্রিকায়। সেখানে কিছু সংবাদ আমাকে আহত করেছে অনেক। একটি সংবাদে দেখলাম বাবা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে তাই তার লাশটি হাসপাতালে রেখে সব সন্তানরা পালিয়েছে। অন্য আরেকটি সংবাদে দেখলাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৬ বছরের শিশুটিকে বাবায় জড়িয়ে ধরে দাড়িয়ে আছে কবর দেওয়ার জন্য তাও আবার কোনো পিপিই পরিধান না করে।
গতকালের সংবাদে দেখলাম করোনা ভাইরাসে আক্রান্ত একটি শিশু তাকে ধরতে কেউ আসছে না কিন্তু তখন ছেলেটির বাবা চিল্লাই চিল্লাই বলছে এই দেশ মরে গেছে কিন্তু তোর বাবা মরে যাইনি, ছেলেটি কে কোলে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করছে।এইটাই হলো বাবাদের ধর্ম তারা ছেলেদের ছাড়তে পারেনা, কিন্তু ছেলেরা ঠিকই বাবাদের ছেড়ে দেই। আরে বাবাতো বাবায় তারাতো যোদ্ধা সেই প্রমাণ তারা সবসময় দিয়ে আসছে, কিন্তু ছেলেরা ভোগ করা শেষ হলে বাবাকে আর মনে রাখেনা। গবেষণা বলছে করোনা ভাইরাস পারিবারিক সহিংসতা বাড়াচ্ছে কিন্তু বাবারা ঠিকই তার সন্তানদের আঁকড়ে রাখছে। কারণ তারাতো যোদ্ধা তারা ছাড়তে শেখেনি তারা শিখেছে আঁকড়ে ধরতে।
স্যালুট পৃথিবীর সকল বাবাদের।