নিউজ ডেস্কঃ
সারা পৃথিবী জুড়ে করোনা ভাইরাসের ভয়ে চলছে লকডাউন, বাংলাদেশ তার ব্যতিক্রম নয়, এমত অবস্থায় সালেহা বেগমের ঘরে জন্ম নেওয়া শিশুর নাম রেখেছে ‘করোনা’ বিশ্বব্যাপী করোনাভাইরাসের ছোবলে প্রাণ গেছে দেড় লাখেরও বেশি মানুষের। বিশ্বের বেশির ভাগ দেশের মানুষ অবরুদ্ধ অবস্থায় আছে। এমন সময়ে ঝিনাইদহ সদরের সাদিক-সালেহা দম্পতির ঘরে এসেছে ফুটফুটে এক নবজাতক। এই নবজাতকের নাম রাখা হয়েছে ‘করোনা’।
নবজাতকের মামা তারেক মাহমুদ বলেন, সাদিক-সালেহা দম্পতির বাড়ি ঝিনাইদহ শহরের কাঞ্চননগর এলাকার স্টেডিয়ামপাড়ায়। তার ভগ্নিপতি সাদিক থাকেন কুয়েতে। সাদিয়া নামে ১৫ বছর বয়সী মেয়ে আছে তাদের। আর দুটি সন্তান জন্মের পর মারা গেছে। বহু বছর পর গত শুক্রবার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালে আরেক সন্তানের জন্ম দিলেন তাঁর বোন। ওই দিনই পরিবারের সবাই মিলে আলোচনা করে নবজাতকের নাম রাখাহয়েছে ‘করোনা’।
নবজাতকের নাম এমন ভয়াবহ ভাইরাসের নামে রাখায় কেউ কেউ নিন্দা করেছেন। এ বিষয়ে নবজাতকের বাবা মুঠোফোনে কুয়েত থেকে বলেন, ‘করোনাভাইরাসটি যে বিপজ্জনক, তা নিয়ে কোনো সন্দেহ নেই। বিশ্বে অনেক মানুষকে মেরে ফেলেছে এই ভাইরাস। আবার আমাদের মধ্যে অনেক ভালো অভ্যাসও তৈরি করেছে এই করোনা। আতঙ্কের মধ্যেও করোনাকাল আমাদের ভালো অনেক কিছু দেখাচ্ছে। ভাইরাসটির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রতীক হয়ে থাকবে আমাদের মেয়ে আবার কেউ কেউ বলছেন এ ভয়াবহ নামটি পরিবর্তন করার জন্য মেয়েটির বাবা নাম পরিবর্তনে অনিচ্ছুক।’