সরিষাবাড়ী প্রতিনিধি:
জামালপুর জেলায় সরিষাবাড়ী উপজেলায় ৩নং ডোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন (রতন) করোনা ভাইরাসের কারনে অসহায় গরীব মানুষের জন্য সরকার কতৃক বরাদ্দকৃত চাউলসহ অন্যান্য দ্রব্যাদি আত্মসাৎ করায় লিখিত অভিযোগ। অভিযোগ সূত্রে জানা যায় ৩নং ডোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন (রতন) করোনা ভাইরাসের কারনে অসহায় গরীব মানুষের সরকারী বরাদ্দকৃত চাউলসহ অন্যান্য দ্রব্যাদি একাধিক অসহায় ব্যক্তির নাম দুইবার তালিকা ভুক্ত করে ত্রাণ আত্মসাৎ করেন।
এ নিয়ে ৩নং ডোয়াইল ইউনিয়ন পরিষদের ১,২,৩, নং ওয়ার্ড (সংরক্ষিত মহিলা আসন) সদস্য আমিনা খাতুন লিখিত অভিযোগ করেন দূনীর্তি দমন কমিশন (দুদকের) নিকট।