মোঃ বাকি বিল্লাহ্ চৌধুরী
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ৪নং বাহারছড়া ইউনিয়নে অবস্থিত পশ্চিম বাহারচরা ইসলামী জনকল্যাণ সংস্থা’র উদ্যোগে অত্র এলাকায়
১নং ওয়ার্ড এ হাজী (আসহাব- ফয়েজ) রোড়ে ২০ টি এলইডি বাল্ব দ্বারা আলোকিত করেছে।
এই আলোর কারণে এলাকার মানুষের অনেক সুবিধা হয়েছে বলে জানান এলাকাবাসী এবং রাত পোহালেই মানুষের নজর কেড়ে নেয় এলইডি বাল্বের আলো দ্বারা। সংস্থাটি প্রতিষ্ঠা হয় ২০১০ সালে। বর্তমানে সংস্থার সদস্য সংখ্যা ৬২ জন,সংস্থাটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এলাকার নানা রকম উন্নয়ন ও সেবা মূলক কাজ করে যাচ্ছে।
প্রতি বছর একটি ইসলামী মহাসম্মেলনের আয়োজন করে থাকেন।
সংস্থাটির প্রচার সম্পাদক মোঃ রোবেল উদ্দীন এবি টিভিকে বলেন,এলাকার মানুষের সুবিধার্তে রাতে হাট বাজার কিংবা বিভিন্ন জায়গা থেকে আসার সময় যাতে কোন অসুবিধা না হয় আলোর মাধ্যমে যাতে দেখে দেখে আসতে পারে।
এই উদ্যোগ বেশ প্রশংসিত হয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী রাত পোহালেই যেন নজর কেড়ে নেয়। তিনি আরো বলেন আমাদের সংস্থার উদ্যোগে একটি ইসলামী পাঠাগার ও ইসলামী সমাজ ব্যবস্থার জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ।