
কমলগঞ্জ প্রতিনিধিঃ
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে “ঘরে থাকুন, নিরাপদে থাকুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার হতদরিদ্র ও কর্মহীন মানুষদের জন্য ২৪০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়়। গত রবিবার (১৯ এপ্রিল) দুপুর ১২টার সময় কমলগঞ্জ পৌরসভা কার্যালয়ে পৌর এলাকার ২৪০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী হিসেবে দেয়া হয়েছে ১০ কেজি করে চাউল।
কমলগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ জুয়েল আহমেদের পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জয় কুমার হাজরা, কমলগঞ্জ পৌরসভার প্রকৌশলী বেলাল আহমেদ, ওয়ার্ড কাউন্সিলর, সাংবাদিক ও এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গণ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় অসহায় হতদরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে সামাজিক দূরত্ব বজায় রেখে।