আচ্ছা যখন লকডাউন শেষ হবে পরিস্থিতি যখন আবারো স্বাভাবিক হবে, তখন মনে থাকবে এই কঠিন সময়টাকে? মনে কি থাকবে তোমাদের ডাক্তার নার্স এবং স্বাস্থ্য কর্মীদের এই ত্যাগের কথা? নাকি ভুলে যাবে এই কঠিন সময়টাকে? মনে কি থাকবে শুধু তোমাদের বাঁচাতে রাস্তায় নেমেছে পুলিশ, সেনাবাহিনী সহ আরো অনেক আইনশৃঙ্খলা বাহিনী, যারা তোমাদের ঘরে ঢুকিয়ে তারা ছিলো বাইরে পাহারা দিয়েছিল তোমাদের শহর। মনে কি রাখবে এই ত্যাগের কথা নাকি ভুলে যাবে এই কঠিন সময়টাকে?
মনে কি রাখবে তোমরা এই গণমাধ্যম কর্মীদের যারা জীবনের ঝুঁকি রেখে তোমাদের এই কঠিন সময়ের খবর সবসময় সঠিক সময়ে পৌছে দিয়েছে। নাকি ভুলে যাবে এই কঠিন সময়টাকে? মনে কি রাখবে তাদের যারা এই কঠিন সময়েও ঘৃণ্য কাজে লিপ্ত ছিলো! যারা চাউল চুরি ত্রাণ চুরিতে লিপ্ত ছিলো বন্ধ করেনি এইসব এই কঠিন সময়েও। নাকি ভুলে যাবে এই কঠিন সময়টাকে? মনে কি রাখবে তোমরা এই কঠিন সময়ে পুরো বিশ্ব কেঁদেছে শুধু আনন্দে মেতেছে প্রকৃতি, সবুজ হয়েছে শহর, ঢেউয়ের সাথে নেচেছে ডলফিনের দল।
যা তোমরা চাইলে প্রকৃতিকে এভাবে সবসময় রাখতে পারবে এবং এভাবে আনন্দে থাকতে দিতে পারবে নাকি ভুলে গিয়ে আবারো দুষণ করবে প্রকৃতিকে! নাকি ভুলে যাবে এই কঠিন সময়টাকে? মনে কি রাখবে তোমরা আসলে এদের নাকি ভুলে যাবে আবরার ফাহাদের মতো, নুসরাতে মতো, তনুর মতো এবং সাগর-রুনির মতো? জানি মনে রাখবে না তোমরা ঠিকই ভুলে যাবে এই কঠিন সময়টাকে।