
খাগড়াছড়ি প্রতিনিধি:
সারাদেশ যখন কোরোনা ভাইরাসের জন্য ঘর বন্দি,ঠিক তখনি কাল বৈশাখী ঝরে দুমরে মুচরে দিয়ে গেলো এক অসহায় মানুষের বসত বাড়ি। বৈশাখ আসতে না আসতেই কাল বৈশাখী জেনো তার,জানান দিয়ে গেলো খাগড়াছড়ি বাসীকে! খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের ২নং ভুয়াছড়ি গ্রাম আজ বিকাল ৫ (পাঁচ) ঘটিকার সময় শিলা বৃষ্টিসহ ঝড়ো হাওয়া শূরু হয়। এতে উক্ত এলাকার আবাদি ফসল ক্ষতিগ্রস্থ হয়,,পাকা ধান ও অনেক ফলের গাছ ভেঙ্গে যায়। এই সময় ভুয়াছড়ি নতুনপাড়ার আবুল হোসেনের বাড়ির উপর একটি বড় গাছ ভেঙ্গে পরে এবং তার বসতবাড়ি দুমড়েমুচড়ে যায়। এতে আবুল হোসেনের স্ত্রী কোমড়ে কিছুটা আঘাত পেলেও পারিবারের বাকি সদস্যদের কোন ক্ষতি হয়নি।