নিউজ ডেস্কঃ
মহামারী করোনা ভাইরাসে রংপুর জেলায় সোনালী ব্যাংকের ৩ কর্মকর্তার আক্রান্ত। রংপুরের ৩ জেলায় নতুন করে ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।
আজ শুক্রবার এ ৬ জন আক্রান্ত হওয়ার খবর দেয় রংপুর সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়। তিনি বলেন, “গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। “এর মধ্যে রংপুর মহানগরীর হাবিবনগর আকালিটারীর, উত্তর বাবুখাঁ মহল্লার ও আমাশু কুকরুল এলাকার ১জন করে রয়েছেন; যারা সবাই পুরুষ।
“এ ৩ জনই সোনালী ব্যাংক রংপুর বাজার শাখার কর্মকর্তা।” এছাড়াও কুড়িগ্রামের চিলমারী উপজেলার এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ি উপজেলার ১ জন করে পুরুষের এ রোগে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে রংপুর বিভাগে মোট করোনা আক্রান্ত বেড়ে ৭৬ জনে দাঁড়াল বলে জানান সিভিল সার্জন। এদের মধ্যে গাইবান্ধায় ১৬ জন, দিনাজপুরে ১৩ জন, নীলফামারীতে ১০ জন, ঠাকুরগাঁওয়ে ৮ জন, রংপুরে ১৮ জন, লালমনিরহাটে ২ জন, কুড়িগ্রামে ৬ জন এবং পঞ্চগড়ে ৩ জন রয়েছেন বলে জানা যায়।