গত ২৩ এপ্রিল, বৃহস্পতিবার চন্দনাইশ সাতবাড়ীয়া পলিয়াপাড়া হাজী সাহেব মিঞা -চম্পা খাতুন ফাউন্ডেশনের উদ্যাগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত ইফতার ও সেহেরী সামগ্রী বিতরন করা হয়। ফাউন্ডেশনের সভাপতি প্রবাসী মুহাম্মদ নুরুল হকের তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ নুরুল আলম সওদাগর, সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান, যুবলীগ নেতা ফোরক আহমদ, গাউসিয়া কমিটি চন্দনাইশ উপজেলার সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোজাম্মেল হক ফারুকী, মুহাম্মদ নুরুল আবছার, মোস্তাফিজুর রহমান, মুহাম্মদ নেয়াজুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
ত্রান সামগ্রী বিতরণ কালে ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা বলেন, বতর্মান দেশে করোনা ভাইরাসের কারনে চারিদিকে আতঙ্কে উৎকন্ঠে ব্যবসা-বাণিজ্য চাকরি ছেড়ে মানুষ এখন ঘরবন্দী হয়ে পড়েছে। অর্থ উপাজনের অভাবে পরিবারের সদস্যদের মুখে দুই বেলা খাবার তুলে দিতে হিমশিম খাচ্ছে কর্মহীন হয়ে পড়া মানুষ। তাই তাই মধ্যবিত্ত, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সকল বিত্তবানদের আহ্বান।