নিউজ ডেস্কঃ
বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন চসিক মেয়র প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী আজ রবিবার তিনি এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন মাঝিরঘাট এলাকায়। করোনার মহামারির কারণে মাঝিরঘাট এলাকায় কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের মাঝে চট্টগ্রাম জাতীয় নির্মাণ শ্রমিকলীগের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী। আজ রবিবার কর্মহীন শ্রমিকদের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।
এ সময় এম. রেজাউল করিম চৌধুরী বলেন, করোনা মহামারির কারণে নগরীর ব্যস্ততম এই মাঝিরঘাট এখন নিশ্চুপ হয়ে গেছে। এই ঘাটকে কেন্দ্র করে যারা শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। কাজ না থাকায় আজ তাদের আয় রোজগার বন্ধ হয়ে গেছে। মানুষ মানুষের জন্য, আর একজন রাজনীতিবিদ হিসেবে আমি মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসি। কারণ রাজনীতি তো মানুষের জন্যই করি। তাই আমি আশা করবো সমাজের সব বিত্তবান মানুষও এই অসময়ে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াবেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শ্রম সম্পাদক মুহাম্মাদ আব্দুল আহাদ, চট্টগ্রাম মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী এটলি, ঘাট ও গুদাম শ্রমিক ইউনিয়ন সভাপতি মুহাম্মদ রফিক, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, নির্মান শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ রানা, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, মাঝিরঘাট ট্রাক ড্রাইভার বহুমুখি সমিতি সভাপতি মোহাম্মদ বশির, যুব শ্রমিকলীগের আহ্বায়ক কাজী টিটু, যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম সাগরসহ অন্যান্য স্থানীয় আওয়ামী লীগ ও শ্রমিক লীগ নেতারা।