চট্টগ্রাম প্রতিনিধি ;
চট্টগ্রাম বন্দরে ১ মাসের বেশি সময় পড়ে থাকা ১২টি কন্টেইনার নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস। এসব কন্টেইনারে আছে আদা, রসুন ও পেঁয়াজ। বিভিন্ন দেশ থেকে আমদানি করে এসব কন্টেইনার বন্দর থেকে ছাড় না নিয়ে জমিয়ে রেখেছেন কয়েক আমদানিকারক। মূলত দুটি কারণে এসব কন্টেইনার বন্দর থেকে তারা ছাড়িয়ে নিতে চান না। একটি হচ্ছে দীর্ঘদিন বন্দরে পড়ে থাকায় এসব কন্টেইনারে প্রচুর মাশুল এসেছে আর দ্বিতীয়টি হচ্ছে বাজার চড়ার অপেক্ষা। এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) জাফর আলম বলেন, আমদানির ৩০দিন পার হওয়ার পর আমদানি পণ্যভর্তি কন্টেইনার নিলামে তোলার নিয়ম আছে।
অনেক আমদানিকারক এই ধরনের কন্টেইনার ছাড় নিয়ে গেলেও এই ১২টি কন্টেইনার বন্দর ফেলে রেখেছেন। তাদেরকে আমরা লিখিতভাবে বলেছি এসব কন্টেইনার দ্রুত নিয়ে বন্দরের গুরুত্বপূর্ণ স্থান খালি করার জন্য কিন্তু তাদের কোন সাড়া মিলেনি। এই অবস্থায় কন্টেইনারগুলো নিলামে তোলার জন্য কাস্টমসে চিঠি দেয়া হয়েছে। নিয়ম অনুযায়ী ৩০ দিন বন্দরে পড়ে থাকার পর সব ধরনের কন্টেইনার ও পণ্য নিলামে তোলার কাজটি করে থাকে কাস্টমস। বন্দর থেকে আমরা তালিকা পেয়ে গেছি। আগামী সপ্তাহের মধ্যে নিলামে তোলার কাজ শুরু করব। এসব পণ্য বাজারে ছাড়লে রমজানের সময় বাজারে সরবরাহ সংকট কিছুটা হলেও কমবে।