বর্তমানে সারা বিশ্বের মত বাংলাদেশও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জনসাধারণ গৃহবন্দির মত জীবন বাঁচাতে দিনরাত অতিবাহিত করছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৮ ও ২৯নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক নেত্রী এবং জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরামের জাতীয় নির্বাহী কমিটির পৃষ্ঠাপোষক সমাজসেবীকা গোলতাজ বেগমের পক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তরুণ প্রজন্মের অহংকার তারেক রহমানের নির্দেশে এলাকার দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ২৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সাংগাঠনিক সম্পাদক জ্যোতি, আসন্ন চসিক নির্বাচনে বিএনপির মহিলা কাউন্সিল প্রার্থী নগর মহিলা দল নেত্রী কামরুন নাহার লিজা, সদরঘাট থানা যুবদল নেতা ইকবাল হোসাইন ফরিদ, সদর থানা মহিলা দলের নেত্রী শামিম আরা হাশেমসহ এলাকার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ এলাকার সমাজসেবক উপস্থিত ছিলেন।
মহিলা দল নেত্রী গোলতাজ বেগম, ঢাকায় অবস্থানের কারণে স্বশরীরে খাদ্যসামগ্রী বিতরণ করতে পারেননি। তিনি টেলিফোনে স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে দুঃস্থদের কাছে খাদ্য সমাগ্রী বিতরণের প্রাক্কালে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির কেন্দ্রীয় সিনিয়র নেতৃবৃন্দের শারীরিক সুস্থ্যতা এবং দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া করার আহ্বান জানান। এবং ভবিষ্যতে অসীম ধৈর্য্যে করোনা মোকাবেলায় আল্লাহর দরবারে ইবাদত বন্দেগী করার জন্য আহ্বান জানান।