নিউজ ডেস্কঃ
বন্দরনগরী চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৭ জনে দাঁড়ালো, চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আরও তিনজন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। আজ বুধবার ২৯ এপ্রিল দুপুরে চট্টগ্রামের জেনারেল হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেয়া হয়েছে। বলে হাসপাতাল সূত্রে জানা যায় তারা সবাই সাতকানিয়া উপজেলার বাসিন্দা। এ নিয়ে হাসপাতালে করোনা চিকিৎসাধীনদের মধ্যে চট্টগ্রামে মোট সুস্থ হয়ে ঘরে ফিরেছে ১৫ জন।
পরপর ২টি টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। অন্যদিকে, করোনা শনাক্তের পর নগরের ইপিজেড এবং বায়েজিদ থানাধীন এলাকার ২টি বাড়ি গতকাল মঙ্গলবার রাতে লকডাউন করা হয়েছে বলে জানা যায় ইপিজেড ও বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি। বায়েজিদ থানা সূত্রে জানা যায়, এক নারী করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পর খবর পেয়ে গতরাতে বায়েজিদ এলাকার একটি বাড়িকে লকডাউন করা হয়েছে। থানা সূত্র জানা যায়, ইপিজেডের তালতলা এলাকায় করোনা ভাইরাস আক্রান্ত রোগীর খবরে সেখানেও একটি বাড়িকে লকডাউন করা হয়। সেখানে পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলে জানা যায়।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি চট্টগ্রামে নতুন ৩ জন করোনাভাইরাস আক্রান্তের খবর জানান। এদের মধ্যে ১ জন পুলিশ সদস্য ও ২ জন নারীও আছে বলে জানান। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ৬৭ জন। তিনি এসময় আরও বলেন,করোনাভাইরাসে আক্রান্ত সকলেই চট্টগ্রাম নগরের বাসিন্দা। এদের মধ্যে বায়েজিদ এলাকার ৫০ বছর বয়সী ১ জন নারী ও পতেঙ্গা এলাকার ৩০ বছর বয়সী ১ নারী আছেন। এছাড়া এ তালিকায় দামপাড়া পুলিশ লাইনের ৫০ বছর বয়সী পুলিশ সদস্যও আছেন বলে জানা যায়।