নিউজ ডেস্কঃ
ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে করে বাগেরহাটে লাশ আনার পর পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বড়বাদুরা গ্রামের এ ঘটনায় ১৫ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানোর পাশাপাশি ঐ গ্রামের ৫০ টি বাড়ি অবরুদ্ধ করেছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন মুফতি।বলেন, ৪০ বছর বয়সী এই ব্যক্তি ঢাকার উত্তরা এলাকায় বসবাস করতেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। ২৬ এপ্রিল তিনি ঢাকার বাসায় মারা যান। পরদিন তার পরিবার অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে লাশ নিয়ে আসেন।
পরে গত মঙ্গলবার খবর পেয়ে করোনাভাইরাসের সংক্রমণে তার মৃত্যু হয়েছে সন্দেহে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনায় পাঠায় স্বাস্থ্য বিভাগে।স্বাস্থ্য কর্মকর্তা কামাল হোসেন বলেন, বুধবার রাতে পাওয়া পরীক্ষার প্রতিবেদনে তার পজেটিভ এসেছে। রাত ১টার দিকে স্বাস্থ্য বিভাগ উপজেলা প্রশাসনকে নিয়ে ওই গ্রামে গিয়ে মৃত ব্যক্তির সংস্পর্শে আসা ১৫ জনকে শনাক্ত করে। তাদের হোম কোয়ারেন্টিনে পাটিয়েছেন। এছাড়া গ্রামের ৫০টি বাড়িকে অবরুদ্ধ করে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।