নিউজ ডেস্কঃ
বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাস আক্রান্ত হয়ে আরো ২ পুলিশ সদস্যের মৃত্যুর খবর জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি। এ নিয়ে বাংলাদেশে মোট ৩জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ মাসুদুর রহমান জানান। তিনি এসময় আরো বলেন, পুলিশের এএসআই মোহাম্মদ আবদুল খালেক (৩৬) আজ বৃহস্পতিবার ভোরে এবং কনস্টবল মোহাম্মদ আশেক মাহমুদ (৪২) গতকাল বুধবার রাতে মারা যান। “উপসর্গ থাকায় তাদের প্রথমে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। পরে পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ এলে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাদের মৃত্যু হয়েছে বলে জানা যায়।”
এর আগে গত মঙ্গলবার রাতে মারা যান পুলিশ কনস্টবল মো. জসিম উদ্দিন। নমুনা পরীক্ষায় তার মধ্যেও করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়।পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, কনস্টবল মোহাম্মদ আশেক মাহমুদ ট্রাফিক পুলিশের উত্তর বিভাগে কর্মরত ছিলেন। তাকে সিদ্ধেশ্বরী কলেজে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। করোনাভাইরাস পজিটিভ আসায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। মোহাম্মদ আশেক মাহামুদ ১৯৯৭ সালের ১১ সেপ্টম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন। তার গ্রামের বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার ইন্দ্রবাড়িতে। মৃত্যুকালে তিনি দুই সন্তান রেখে গেছেন।
আর এএসআই মো. খালেক মারা যান আজ বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে। হাসপাতালে আনার আগে তাকে আরমবাগের একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। তিনি ২০০৪ সালের ৬ সেপ্টেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেওয়া খালেক সর্বশেষ পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বরগুনার বেতাগী উপজেলার ঝোপখালীতে। মৃত্যুকালে ৩ সন্তান রেখে গেছেন মো. খালেক। ৩ লাখের বেশি পুলিশ সদস্যের এ বাহিনীতে এ পর্যন্ত ৪৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন।