
নিউজ ডেস্কঃ
বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাস থেকে রক্ষা পেতে সরকারের নেয়া পদক্ষেপগুলো মানছেন না অনেকে। যেমন গত একমাস ধরে লকডাউন চলেও ঢিলেঢালাভাবে কয়েকদিন মানা হয়েছিল কিন্তু দেশের স্বল্পপরিসরে গার্মেন্টস কারখানা খুলে দেওয়ার পর পুরোপুরি স্বাভাবিক হয়ে গেল ঢাকার চিত্র ঢাকাতে যেমন বাইরে থেকে মানুষ আসছে ঠিক তেমনি ঢাকা থেকেও ঢাকার বাইরে হাজার হাজার মানুষ চলে যাচ্ছে।দেশে লকডাউন চললেও মানছে না কেউ। কারণে অকারণে সবাই এখন ঘরের বাইরে। প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা । তাতেও কোন ভ্রুক্ষেপ নেই মানুষের। দেশের গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়াতে প্রতিদিনই বাড়ছে যাত্রীর সংখ্যা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্ত দিয়ে প্রায় ৫ হাজারের মতো পোশাক শ্রমিক ঢাকা রওনা করেছেন। অন্যদিকে রাজধানী ঢাকা থেকেও মানুষ ফিরছেন গ্রামে। দুপুরে দৌলতদিয়া ঘাটের ৪ নং ফেরি ঘাটে দেখা যায়, মানিকগঞ্জের পাটুরিয়া প্রান্ত থেকে ছেড়ে আসা একটি ফেরিতে প্রচুর যাত্রী। কেউ কেউ আবার স্বপরিবারে বেড়ানোর জন্য ঢাকা ছেড়েছেন।নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বার্তা২৪.কমকে বলেন, করোনার কারণে ব্যবসা-বাণিজ্য বন্ধ। অনেক দিন বাসায় বন্দী ছিলাম। তাই ভাবলাম পরিবার নিয়ে শ্বশুড় বাড়ি থেকে ঘুরে আসি।ঢাকাতে বসবাসকারী আরেক যাত্রী বার্তা২৪.কমকে বলেন, অনেক দিন হলো গ্রামে যাই না। মা-বাবা গ্রামে থাকেন। তারা কেমন আছেন তাই দেখার জন্য বাড়ি ফিরছি।