আল ওমায়ের (সাকিব)
চট্টগ্রাম নগরের রাহাত্তারপুল এলাকায় করোনা বা কোভিড-১৯ পজেটিভের খবর পেয়ে এক নারী রোগী আত্মগোপন করেছেন বলে জানা যায়। আত্মগোপন করার পর তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রেখেছেন তিনি। এখন তার বাড়ি লকডাউন করতে গিয়ে বিপাকে পড়েছে পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা। এর আগে গতকাল শুক্রবার (১ মে) রাতে চট্টগ্রামে নতুন করে ৩ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার তথ্য জানায় ফৌজদারহাটের বিআইটিআইডি কর্তৃপক্ষ।
নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন, লোহাগাড়া উপজেলার পদুয়ার বাসেক পাড়ার ৫১ বছরের ব্যক্তি, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমইএইচ) চিকিৎসাধীন ৫৫ বছর বয়সী অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও নগরের বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল আমান আলী রোডের ৩৪ বছরের এক নারী।
তাদের মধ্যে করোনা রোগী দুই পুরুষের খোঁজ মিললেও নারীর খোঁজ মিলছে না। বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন বলেন, সিভিল সার্জন কার্যালয় থেকে আমাদেরকে বলা হয়েছে রাহাত্তারপুল আমান আলী রোডের ৩৪ বছরের এক নারী করোনায় আক্রান্ত হয়েছে। তবে বিস্তারিত ঠিকানা দেয়া হয়নি। ওই নারীর একটি মোবাইল নাম্বার দেয়া হয়েছে, সেটি বন্ধ রয়েছে।
উক্ত রোগীর নামের সাথে যাদের মিল রয়েছে তাদের বাড়ি বাড়ি পুলিশ যাচ্ছে বলেও জানান বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি, মোহাম্মদ নিজাম উদ্দিন। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জানার পর রোগীর ব্যবহারিত মোবাইলটি বন্ধ করে দিয়েছেন ওই নারী। তাকে শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন সিভিল সার্জন।