
নিউজ ডেস্কঃ
করোনাকালে এমন এক সময় একটি বিষয়ে কারো কাছ থেকে জানতে লজ্জা পাচ্ছেন? লজ্জা নয় জানাটা আপনার অধিকার, এখন সেক্স করলে আমি কি করোনায় সংক্রমিত হওয়ার ঝুঁকিতে পড়বো? আপনার মনে হয়তো এই প্রশ্ন জাগছে, কিন্তু বলতে লজ্জা পাচ্ছেন। এ নিয়ে ভুল ধারণা ভাঙতে, ২’জন বিশেষজ্ঞ ডা.এর কাছে কিছু প্রশ্ন করেছি। এই বিশেষজ্ঞদের ১জন ডা. অ্যালেক্স জর্জ। তিনি ব্রিটেনের একটি বড় হাসপাতালের চিকিৎসক। অন্যজন অ্যালিক্স ফক্স, যৌন রোগ বিশেষজ্ঞ ওদের দুজনের সাথে পরামর্শ করে এই টপিকটি সাজানো হয়েছে।
এবার প্রশ্নে আসা যাক করোনাভাইরাসের মহামারি চলাকালীন কি সেক্স নিরাপদ? ডা. অ্যালেক্স জর্জ: বলেন আপনি যদি একটি সম্পর্কের মধ্যে থাকেন এবং ২জন যদি একই সাথে একই বাড়িতে এবং একই পরিচিত গন্ডির ভেতর থাকেন, তাহলে উদ্বিগ্ন হওয়ার তেমন কোনো কারণ নেই কারণ আমরা একে অপরকে ভালোভাবে জানেন এবং দুজনের মধ্যে কেউ যদি বাইরের হয়ে না থাকে।
তবে ২জনের মধ্যে একজনের শরীরে যদি করোনাভাইরাসের কোনো উপসর্গ দেখা দেয়, তাহলে সাথে সাথে দূরত্ব তৈরি করা প্রয়োজন। যার শরীরে উপসর্গ, আছে বলা সে তার বাড়িতেই তাকে ‘আইসোলেশনে’ চলে যেতে হবে। অ্যালিক্স ফক্স: এটা ভেবে নেয়া ঠিক হবে না যে আপনার শরীরে অল্পস্বল্প উপসর্গ থাকলে তাতে আপনার সঙ্গীর কিছু হবে না। উপসর্গ দেখা দিলেই তার কাছ থেকে দূরে থাকুন তার মানে একজনের শরীরে কোন ভাইরাসের উপসর্গ দেখা দিলে তার সঙ্গে অথবা সঙ্গিনীর কাছ থেকে দূরে চলে যেতে হবে।
এবার আসুন জেনে নিন কিছু মানুষ অপরিচিত বাদুরের চেনা জানা যায় এরকম সঙ্গিনীকে বেছে নিন সহবাস করার জন্য, নতুন সঙ্গীর সাথে সম্পর্ক স্থাপন কি এখন ঠিক হবে? ডা. অ্যালেক্স জর্জ: এই সময় নতুন কোনো যৌনসঙ্গী জোগাড়ের পক্ষে আমি কোনোভাবেই পরামর্শ দেবো না। কারণ সেক্ষেত্রে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রবল।
তিনি বলেন অ্যালিক্স ফক্স: আপনাকে মাথায় রাখতে হবে অনেক মানুষের শরীরে এই ভাইরাস থাকলেও, কোনো উপসর্গ থাকে না। ফলে অপনার মনে হতে পারে কোনো সমস্যা নেই। কিন্তু তারপরও আপনি হয়ত আরেকজনকে সংক্রমিত করে ফেলবেন তাই আপনার সতর্ক হওয়া জরুরি।
এবং আপনার ওই সংক্রমিত সঙ্গীর সংস্পর্শে যারাই আসবেন, তারাও বিপদে পড়বেন। সুতরাং এখন নতুন কোনো সঙ্গীনী তৈরির কথা মাথা থেকে ছুঁড়ে ফেলোন তা এড়িয়ে চলাই নিরাপদ।
পরের প্রশ্ন, আমি সম্প্রতি এমন ১ জনকে চুমু খেয়েছি, যার শরীরে কয়েকদিন পরে করোনাভাইরাসের উপসর্গ দেখা গেছে। আমি এখন কী করবো? ডা. অ্যালেক্স জর্জ: আপনি যদি দেখেন আপনি এমন কাউকে চুমু খেয়েছিলেন বা তার সংস্পর্শে এসেছিলেন যার শরীরে পরে উপসর্গ দেখা গেছে, সাথে সাথে নিজেকে আইসোলেট করে ফেলুন হবে বুদ্ধিমানের কাজ। তারপর নিজের শরীরের দিকেও নজর রাখুন। যদি দেখেন আপনার শরীরেও উপসর্গ দেখা দিয়েছে, তাহলে সতর্ক হয়ে যান এবং ডাক্তারের পরামর্শ নিবেন।
অ্যালিক্স ফক্স: নিজের ব্যাপারে এবং একে অন্যের ব্যাপারে আমাদের দায়িত্বশীল হওয়া জরুরী। আপনার শরীরে যদি কোনো উপসর্গ দেখা দেয় এবং সম্প্রতি যদি আপনি কাউকে চুমু খেয়ে থাকেন, তাহলে আপনার উচিৎ তাকে আপনার উপসর্গের কথা বলে দেয়া এবং তাকে আপনার ব্যাপারে খোলাখুলি ভাবে বলে ফেলাই ভালো হবে।
একইভাবে আপনি যদি এমন কাউকে চুমু খেয়ে থাকেন যার শরীরে পরে উপসর্গ দেখা দিয়েছে, তাহলে আপনারও উচিৎ জানার সাথে সাথে নিজেকে অন্যদের থেকে আলাদা করে ফেলা এবং হোম কোয়ারেন্টাইনে চলে যাওয়া উচিত আপনার।
এবার আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন,
যৌনাঙ্গ স্পর্শ করলে কি করোনাভাইরাসের সংক্রমণ হতে পারে? ডা. অ্যালেক্স জর্জ: যদি আপনার একে অন্যের যৌনাঙ্গ স্পর্শ করেন, তখন খুব সম্ভবত আপনারা একই সাথে পরস্পরকে চুম্বনও করছেন। এবং আমরা জানি মুখের লালার মাধ্যমে এ ভাইরাস ছড়ায় এবং তা ভয়াবহ হয়।
ফলে আপনার মুখ থেকে হাতে, তারপর অন্যের যৌনাঙ্গে, তারপর সেখান থেকে হাতের মাধ্যমে নাকে-মুখে,করেনাভাইরাসটি ঢোকার ঝুঁকি রয়েছে। ফলে যার সাথে আপনি একই সাথে বসবাস করেন না, তার সাথে যৌনসম্পর্ক এখন না করাই সর্বোত্তম। প্রশ্ন, কিন্তু এই সময়ে আমি কিভাবে সম্পর্ক বজায় রাখবো, কারণ আমি এখন একা হয়ে যতে চাইনা? আমি চাই আমার সঙ্গী সাথে থাকতে।
অ্যালিক্স ফক্স: করোনাভাইরাস প্যানডেমিকের কারণে বহু মানুষই এখন নতুন করে ভাবছেন ভালো একটি যৌন জীবন কী। অনেক মানুষ অনেক সৃজনশীল আচরণ করছেন। আমি শুনেছি অনেক মানুষ যৌন-উদ্দীপক লেখালেখি বিনিময় করছেন। অনেক প্রেমিক-প্রেমিকা ভিন্ন ভিন্ন জায়গায় বসেই ডেটিং করছেন।
আসলে আপনি একটু সৃজনশীলতার পরিচয় দিলেই, কল্পনাশক্তি একটু বাড়িয়ে কারো সাথে মুখোমুখি না হয়েও সেক্স উপভোগ করতে পারেন। এসময় ডাক্তার আরো বলেন এই মহামারী বিপর্যয়ের সময় অপরিচিত কারো সংস্পর্শে না জড়ানোই ভালো শারীরিক সম্পর্ক তো দূরের কথা এখন কেউ কারো বাড়িতে মেহমান হিসেবে গেলেও ভয় করে।