কমলগঞ্জ প্রতিনিধি:
সিলেট বিভাগের মৌলভীবাজারের কমলগঞ্জে সোনালী ব্যাংক শাখার কর্মরত ২ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ার পর ঐ বাসা ২’টি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন। ফলে ঐ পরিবারের কোন সদস্য বাসার বাইরে যেতে পারছেন না। এমতাবস্থায় তাদের পাশে দাঁড়িয়েছেন কমলগঞ্জের স্থানীয় সংসদ সদস্য এমপি উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুস শহীদ। তার উপহার হিসাবে পাঠিয়েছেন খাদ্য সামগ্রী। গতকাল শনিবার ২ মে সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবেদ হোসেন মারফত কমলগঞ্জের ভানুগাছ বাজারে করোনা ভাইরাসে আক্রান্ত ২ জনের বাসায় খাবার সামগ্রী পৌছে দেয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ইফতার সামগ্রী ও ফল।
খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি, আরিফুর রহমান, পৌর কাউন্সিলর রাসেল মতলিব তরফদার ফখরু, মুক্তিযোদ্ধা মঞ্চের সহসভাপতি শফিকুল ইসলাম, ছাত্রলীগে নেতা খালেদ সাইফুল্লাহ ও সাংবাদিক এমএ ওয়াহিদ রুলু, সাংবাদিক সাজিদুর রহমান সাজু। জানা যায়, উপজেলার সোনালী ব্যাংক কমলগঞ্জ শাখায় কর্মরত ক্যাশসিয়ার ইকরামুল হাসান ও আনসার সদস্য শরিফুল ইসলামের নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে গত শুক্রবার।
সেদিন থেকে তাদেরকে নেওয়া হয়েছে আইসলিউশনে।