চট্টগাম সদরঘাট থানার অন্তগত ৩০ নং পূর্বমাদারবাড়ী দারোগাহাট বাইলেন (এমরান সড়ক) প্রকাশ সাহেব পাড়া এলাকায় ২৫০ গরীব ও দুস্থ দের মাঝে ত্রান সহায়তায় এগিয়ে এসেছেন মাদারবাড়ী সেচ্ছাসেবকলীগ নেতা মো. রানা আলম।ব্যক্তিগত উদ্যোগে গতকাল শনিবার দিবাগত রাতে ইউনুচ মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এইসব পরিবারে হাতে ত্রান সামগ্রী তুলে দেয়া হয়।রানা বলেন,প্রত্যেকেরই নিজ নিজ সাধ্য মত গরীব দুখী মানুষের পাশে দাড়ানো উচিত।