নতুন অভিনয়শিল্পী খুঁজছে শিল্প চর্চা কেন্দ্র ও আত্মিক-উন্নয়নমূলক সংগঠন পূর্বা। পূর্বা কর্তৃপক্ষ তাদের নিজস্ব প্রযোজনায় কয়েকটি নাটক ও ডকুমেন্টারীর জন্য জরুরি ভিত্তিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনেতা-অভিনেত্রী খুঁজছে। যারা অভিনয় করতে আগ্রহী তাদের জন্য কিছু শর্ত বেঁধে দিয়েছে এই সংগঠনটি। শর্তগুলো হলো: ক. পূর্বা’র সদস্য হিসেবে কাজ করতে হবে এবং অভিনয় করতে আগ্রহী শিশুদের বয়স বারো থেকে ষোল বছর, তরুণ-তরুণীদের বয়স আঠারো থেকে উনত্রিশ, মধ্য বয়স্ক নারী এবং পুরুষদের ক্ষেত্রে চল্লিশ থেকে ৫ বছরের মধ্যে হতে হবে। খ.নিজের সম্পর্কে দুই মিনিটের মধ্যে সংক্ষিপ্ত পরিচিতি মোবাইল বা ক্যামেরায় ধারণ করে পাঠাতে হবে।
গ. সংক্ষিপ্ত জীবনী ও কাজের অভিজ্ঞতা থাকলে এক পৃষ্ঠার মধ্যে লিখে পাঠাতে হবে। অভিনয়ে যাদের পূর্ব অভিজ্ঞতা নেই, তারা কেন অভিনয় করতে আগ্রহী সে কথা নিজের মতো করে লিখে পাঠাতে হবে। ঘ. সাম্প্রতিক সময়ে তোলা পাঁচটি রঙিন স্থিরচিত্র (ফুল শট, মিড শট,ফ্রন্টাল ক্লোজআপ, লেফট সাইড প্রোফাইল ও রাইট সাইড প্রোফাইল) পাঠাতে হবে। কোভিড-১৯ পরিস্থিতিতে পাঁচটি রঙিন স্থিরচিত্র পাঠানো সম্ভব না হলে অডিশনের দিন নিয়ে আসতে হবে।
প্রয়োজনীয় তথ্য ও অ্যাটাচমেন্ট ফাইল (সিভি, ছবি ও ভিডিও) আগামী ১৫ মে ২০২০ ইং (শুক্রবার)-এর মধ্যে ঢ়ঁৎনধ.নফ.২০০২@মসধরষ.পড়স -এই ঠিকানায় পাঠাতে হবে। যারা অডিশনের জন্য নির্বাচিত হবেন তাদেরকে ফিরতি ই-মেইল ও ফোন করে জানিয়ে দেয়া হবে। অডিশনের জন্য সময় ও ভেন্যু কোভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক হলে জানানো হবে। প্রয়োজনে ০১৮১৯৯৩৩৩৭৬ ফোন করে যোগাযোগ করতে পারবেন। কোভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক হলে পূর্বা’র কার্যালয়ে (জহুরুল হক বাড়ী, ৩৩/এ মেহেদীবাগ, চট্টগ্রাম।) সরাসরি যোগাযোগ করতে পারবেন।