মোসলেম উদ্দিন(ইমন)
বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনগুলোর ভূমিকা ছিল চোখে পড়ার মতো তেমনই একটি সামাজিক সংগঠনের নাম সচেতন নাগরিক সমাজ, সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব, সাজ্জাদ হোসেন এর উদ্যোগে এক হাজার পরিবারের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ করেবেন তিনি।
সাজ্জাদ হোসেনের নিজ উদ্যোগে এক হাজার পরিবারের মাঝে দিচ্ছেন রেশন কার্ডের মতই তবে এটি সরকারের পক্ষ থেকে দেয়া কোন রেশন কার্ড নয়, এটি সম্পূর্ণ তার নিজ অর্থায়নে দিচ্ছেন, এ কার্ড এক হাজার পরিবারের পুরো রমজানের সেহরি থেকে শুরু করে ইফতার সামগ্রী পর্যন্ত পৌঁছে দিবেন তাদের বাসায়।
ইসলামীয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস সাজ্জাদ হোসেনকে এ পর্যন্ত কত পরিবারের মাঝে সেহেরী ও ইফতার সামগ্রী পাঠিয়েছে জানতে চাইলে, তিনি এবিটিভি কে বলেন, আমি সরকারের দেয়া অঘোষিত লকডাউন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দুই হাজার পরিবারকে আর্থিক সহযোগিতা সহ ত্রাণ সামগ্রী বিতরণ করেছি কর্মহীন মানুষের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিয়েছি ত্রাণ, এবং প্রথম থেকে আমি মানুষকে সচেতন করার কাজে নিয়োজিত রেখেছি, হ্যান্ড স্যানিটাইজার মাস্ক ও ত্রাণ সামগ্রী সহ বিভিন্ন সহযোগিতা করেছি সামাজিক দূরত্ব বজায় রেখে।
তিনি আরো বলেন করোনাভাইরাসের কারণে সরকারের দেয়া লকডাউনের জন্য কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র অসহায় পরিবারের পাশে আমি আগেও ছিলাম এখনো আছি আমার এলাকায় এক হাজার পরিবার অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে এ পরিবারগুলোকে আমি তাদের বাসায় কার্ডের মাধ্যমে সেহরি ও ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছি এবং প্রয়োজন হলে ঈদ পর্যন্ত যদি লকডাউন থাকে তাদের বাসায় ঈদের বাজার করে দিয়ে আসবো ইনশাআল্লাহ।
সাজ্জাদ হোসেন, স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সচেতন নাগরিক সমাজের মনোনীত কাউন্সিলর প্রার্থী ছিলেন, ২৯ নং পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডের।