নিউজ ডেস্কঃ
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও নতুন করে ১৬ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন, চট্টগ্রাম বিআইটিআইডিতে ২৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ২২ জনের করোনা পজিটিভ আসে এ-র মধ্যে ১৬ জন চট্টগ্রামে, অন্য ৬ বিভিন্ন জেলার। চট্টগ্রামে পজিটিভঃ ২২ জনের মধ্যে ১৬ জন,
চট্টগ্রামের যেসব এলাকায় করোনা শনাক্ত হয়েছে, পটিয়ার-১ জন, বাশখালীট -১ জন, লোহাগড়া -১ জন,দামপাড়া পুলিশ লাইন -২ জন,উত্তর কাট্রলী-১ জন, আকবরশাহ -১ জন, হালিশহর বন্দর -২ জন, এনায়েত বাজার-২ জন, বড় কুমিরা-১ জন, পাহাড়তলী-২ জন,বিআইটিআইডি -১ জন, সিএমএইচ( CMH)-১ সর্বমোট=১৬ জন, সর্বমোট ২৪৩ টি নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনা পজেটিভ আসে বাকি ২২১ জন এর ফলাফল নেগেটিভ হয়।