চট্টগ্রামের অন্যতম ধর্মীয় ও সামাজিক সংগঠন আল-হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সহযোগিতায় গত ৪ মে, সোমবার নগরীর আন্দরকিল্লা, কদম মোবারক, সাবএরিয়া এলাকা, ঘাটফরহাদ বেগম এবং পথে পথে শিশু, বৃদ্ধ বয়স্ক ও নর-নারীর মাঝে প্রতিনিদিন রান্না করা ইফতার ও সেহেরী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি লেখক, সাহিত্যিক, সোহেল, মোঃ ফখরুদ্দীন, সুন্নি জগহ সম্পাদক মোঃ রেজাউল করিম তালুকদার,
অধ্যক্ষ মুহাম্মদ ইউনুচ কুতুবী, মোঃ নাজিম উদ্দিন খান, কাজী মোঃ আরাফাত, ফাউন্ডেশনের মহাসচিব আলমগীর ইসলাম বঈদী। বিতরণ কালে ইতিহাসবিদ সোহেল ফখরুদ্দীন বলেন, মানুষ মানুষের জন্য। মানুষের জন্য আমরা কাদের পাশে দাঁড়িয়েছি। আসুন সকলে মিলে এই করুণার মহা বিপদের সময়ে পথে প্রান্তরে যে সমস্ত পথ শিশু কর্মহীন অসহায় মানুষ রয়েছে তাদের মাঝে সমাজিক সংগঠন হউক অথবা নিজ উদ্যোগে হউক সামান্যতম খাবার দিয়ে জীবন বাঁচাতে এগিয়ে আসি।