নিউজ ডেস্কঃ
মহামারী করোনাভাইরাস বন্দরনগরী চট্টগ্রামে আজ ৬ মে বুধবার পর্যন্ত ১১ জন করোনায় আক্রান্ত হয়েছে এ নিয়ে সর্বমোট চট্টগ্রামে আক্রান্ত হয়েছে ১২৯ জন, চট্টগ্রাম বিআইটিআইডিতে ১৯০ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২ টিই পজিটিভ আসে ১২ টির মধ্যে ১১টি চট্টগ্রামের অন্য ১ টি ভিন্ন জেলার
চট্টগ্রামের ১১টি পজিটিভের মধ্যে রয়েছে সাতকানিয়া থানার-১ জন, সীতাকুণ্ড থানার-১ জন, ফকিরহাট( ফৌজদারহাট) -১ জন, চান্দগাও থানার-১ জন( মৃত) সিএমসিএইচ( CMCH) (ঝালকাঠির ঠিকানায়) মৃত -১ জন, রাহাত্তারপুল, বাকলিয়া থানার ( মৃত) -১ জন, দামপাড়া -২ জন, সাগরিকা -১ জন, নাসিরাবাদ,পাঁচলাইশ থানার -১ জন, বহদ্দারহাট-১ জন, সর্বমোট = ১১ জন তৎমধ্যে ৩ জন মৃত। চট্টগ্রাম ১৯০ টি নমুনা পরীক্ষা করে তার মধ্যে ১২ টি পজেটিভ আছে ১৭৮ টি নেগেটিভ।
চট্টগ্রাম জেলার পরিসংখ্যানঃ ৬ মে বুধবার, মোট আক্রান্ত =১২৯, পুরুষ = ৭৬℅, মহিলা =২৪% সুস্হতার হার ২৫℅( এ পর্যন্ত ৩২ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, মৃত্যুে হার = ৬%( এ পর্যন্ত ৮ জন, এলাকাভিত্তিক আক্রান্তঃ মহানগর ৬৭℅(৮৬ জন), উপজেলা ( মফস্বল) ৩৩% ( ৪৩ জন), বয়স ভিত্তিক আক্রান্তঃ ২১ – ৫০ বছর বয়সী আক্রান্ত ৭৫% [৯৭ জন ( মোট আক্রান্ত = ১২৯ জনে)
[বিঃদ্রঃ আজকে ফলাফল এ পর্যন্ত ]