নিউজ ডেস্কঃ
বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাস পরিস্থিতিতে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) খাদ্য সামগ্রী সহায়তা কার্যক্রমে নারী কাউন্সিলরদের সম্পৃক্ত না রাখার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (৭ মে) সিলেট নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সব নারী কাউন্সিলররা। কিন্তু সে কর্মসূচিতে অংশগ্রহণ না করতে সিসিকের ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মাসুদা সুলতানা সাকির নগরের শেখঘাটস্থ বাড়ি ঘেরাও করেন শতাধিক যুবক। এ সময় তারা সাকিকে আজ বৃহস্পতিবার নগর ভবনের সামনে মেয়র আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে অবস্থান কর্মসূচিতে না যেতে হুমকি দেয়া হচ্ছে। এতে নেতৃত্ব দিয়েছেন ওই এলাকার জুনেল ও সালাম নামে ২ যুবক।
স্থানীয়রা জানান, গতকাল বুধবার (৬ মে) রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ শতাধিক মানুষ ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মাসুদা সুলতানা সাকির বাড়ি ঘেরাও করেন। এ সময় সাকি এর কারণ জানতে বাসার বাইরে বের হলে তাকে আজ বৃহস্পতিবারের অবস্থান কর্মসূচিতে না যাওয়ার নির্দেশ দেন ঘেরাওকারীরা। এ সময় কাউন্সিলর সাকি পুরো বিষয়টি তার ফেসবুক আইডিতে লাইভ ধারণ করেন।
ভিডিওতে দেখা যায়, কাউন্সিলর মাসুদা সুলতানা সাকির ঘরের সামনে শতাধিক যুবক উত্তেজিত হয়ে তাকে বৃহস্পতিবারের কর্মসূচিতে যেতে নিষেধ করছেন। এমনকি আজ বৃহস্পতিবার ঘর থেকে বের না হওয়ার জন্য রীতিমতো হুমকি দিচ্ছেন। তাদের বক্তব্য হচ্ছে- মেয়র এবং পুরুষ কাউন্সিলর সিকন্দর আলীর সহযোগিতায় ১২ নং ওয়ার্ডের অনেকেই সরকারি খাদ্য সহায়তা পেয়েছেন। এখন যদি নারী কাউন্সিলর সাকি কোনো ধরণের আন্দোলনে যান তবে আগামীতে খাদ্য সহায়তা পাওয়া হয়তো বন্ধ হয়ে যেতে পারে এসমস্ত মন্তব্য করেন যুবকেরা। তাই তারা কাউন্সিলর সাকিকে বৃহস্পতিবারের কর্মসূচিতে যেতে নিষেধ করতে এসেছেন।
এ সময় ভিডিওতে নারী কাউন্সিলর সাকিকে ‘এসব মেয়র সাহেব করাচ্ছেন’ বলতে শুনা যায়। পরে সাকি এবং ঘেরাওকারীদের মধ্য বাগবিতণ্ডার একপর্যায়ে স্থানীয় মুরব্বিদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।এ বিষয়ে রাতে কাউন্সিলর মাসুদা সুলতানা সাকি বলেন, এই ঘটনাটি কারও ইন্ধনে হয়েছে। ১২ নং ওয়ার্ডের শতাধিক মানুষ আমার বাসা ঘেরাও করে আমাকে কর্মসূচিতে না যেতে ‘হুমকি’ দিচ্ছে। তারা রাত সাড়ে ১১টা থেকে রাত ২টা পর্যন্ত আমার বাসার সামনে অবস্থান করেছেন।
এদিকে শতাধিক যুবক কর্তৃক সাকির বাড়ি ঘেরাও, নারী কাউন্সিলরদের ঘোষিত কর্মসূচিতে যেতে বাধা, ঘেরাওকারীদের পক্ষ থেকে তাকে ঘরে অবস্থান করতে বলে হুমকি ও অব্যাহত ‘চাপে’ অসুস্থ হয়ে পড়েছেন কাউন্সিলর মাসুদা সুলতানা সাকি। তাকে আজ বৃহস্পতিবার (৭ মে) বেলা ১১টার দিকে একটি বেসকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নারী কাউন্সিলরদের অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করবেন কি-না জানতে তাকে ফোনে করলে তার স্বামী আলী হোসেন জানান, দুশ্চিন্তার কারণে সাকি অসুস্থ হয়ে পড়েছে।
ভোর রাতে তার বুকে ব্যথা অনুভূত হয় এবং অজ্ঞান হয়ে পড়ে তিনি। পরে তাকে সিলেট নগরের বেসরকারি হাসপাতাল পার্ক ভিউ মেডিকেল কলেজে নিয়ে এসেছি। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তার শরীরের কন্ডিশন দেখে তাকে হাসপাতালে ভর্তি করিয়ে দেন। প্রসঙ্গত, মহামারী করোনাভাইরাস পরিস্থিতিতে সিলেট সিটি কর্পোরেশন খাদ্য ফান্ড গঠন করে নগরের প্রত্যেকটি ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ করছে। কিন্তু ওই কমিটিতে কোনো নারী কাউন্সিলরদের রাখা হয়নি।
গতকাল বুধবার সিসিকের প্যানেল মেয়র অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজের সভাপতিত্বে একটি জরুরি সভায় ৯ জন কাউন্সিলর সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে নগর ভবনের সামনে আজ বৃহস্পতিবার অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন। ওই সভায় কাউন্সিলররা জানান, রহস্যজনক কারণে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী সম্পূর্ণ অন্যায়ভাবে সংরক্ষিত নারী কাউন্সিলরদের ত্রাণ বিতরণ কার্যক্রমে সম্পৃক্ত করছেন না। আমাদের ন্যায্য দাবি না মানলে পরবর্তীতে মেয়রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবসহ কঠোর কর্মসূচি দেয়া হবে।