মোসলেম উদ্দিন (ইমন)
চট্টগ্রাম ভেটেনারি বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত ফলাফল জানাচ্ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ . শেখ ফজলে রাব্বি, গত ২৪ ঘন্টায় বিআইটিআইডিতে নমুনা ফলাফল প্রকাশ করা হয় ফলাফল অনুযায়ী চট্টগ্রাম জেলায় নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা ১১ জন, চট্টগ্রাম জেলায় সর্বমোট ১৪০ জন আক্রান্ত হয়েছে, গত ২৪ ঘন্টায় ১১ জন, করোনায় আক্রান্ত পজেটিভ রোগী পাওয়া গেছে। ১১ জন পজেটিভ রোগীর মধ্যে চট্টগ্রাম মহানগরের ৯ জন অন্য দুইজন চট্টগ্রামের দুটি উপজেলার একটি উপজেলা সীতাকুণ্ড অন্যটি উপজেলা লোহাগাড়া এ দুটি উপজেলায় একজন করে করোনাভাইরাসের রোগী শনাক্ত করা হয়েছে।
গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে বয়স বিবেচনা করলে, ১১ থেকে ২০ বছরের একজন ৩১ থেকে ৪০ বছর বয়সী একজন ৪১ থেকে ৫০ বছর বয়সী ৫ একজন, ৫১ থেকে ৬০ বছর বয়সী তিনজন এবং ৬০ বছরের উর্ধে একজন। সর্বমোট ১১ জন গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। করোনায় আক্রান্ত ১১ জনের মধ্যে ৮ জন পুরুষ, অন্য তিনজন মহিলা। চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরো ৯ জন এ পর্যন্ত সর্বমোট ৪১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে চট্টগ্রামে।
গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন থাকা এক জন করোনা রোগীর মৃত্যু হয়েছে, গত ৪ তারিখে একজনের মৃত্যু হয়েছিল পরেরদিন ৫ মে আরো ২ জনের মৃত্যু হয়, এদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে তাদের কোভিড-১৯ পজিটিভ আসে অতএব চট্টগ্রামের ২৪ ঘন্টার ফলাফল অনুযায়ী চট্টগ্রামের আরো ৪ জনের মৃত্যু হয়, চট্টগ্রামে গত ২৪ ঘন্টার ফলাফল অনুযায়ী চারজনের মৃত্যু হয়েছে এ চারজনসহ এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় মৃত্যুবরণ করেছে ১২ জন, চট্টগ্রামে এপর্যন্ত আইসোলেশন আছেন ৭২ জন, রোগী,
হোম কোয়ারান্টাইনে রয়েছেন ১৯৭ জন রোগী। চট্টগ্রামে করোনাভাইরাসের এলাকা ভিত্তিক পরিসংখ্যান করলে তা হয় ১৪০ জনের মধ্যে মহানগর এলাকায় ৯৫ জন, এবং উপজেলা পর্যায়ে ৪৫ জন।পরিশেষে চট্টগ্রামের সিভিল সার্জন, ডাঃ শেখ ফজলে রাব্বি, চট্টগ্রামবাসীকে উদ্দেশ্য করে বলেন সবাইকে সতর্ক থাকতে হবে, বিনা কারণে ঘর থেকে বের না হতে অনুরোধ করেন, এবং ঘনঘন হাত দুতে হবে মাস্ক পড়তে হবে এবং সবাইকে সতর্ক থেকে নিজ নিজ ঘরে অবস্থান করার অনুরোধ জানান তিনি।