মোসলেম উদ্দিন (ইমন)
চট্টগ্রাম ভেটেনারি বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত ফলাফল জানাচ্ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ . শেখ ফজলে রাব্বি, গত ২৪ ঘন্টায় বিআইটিআইডিতে নমুনা ফলাফল প্রকাশ করা হয় ফলাফল অনুযায়ী চট্টগ্রাম জেলায় নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা ৪০ জন, চট্টগ্রাম জেলায় সর্বমোট ১৮০ জন আক্রান্ত হয়েছে, গত ২৪ ঘন্টায় ৪০ জন, করোনায় আক্রান্ত পজেটিভ রোগী পাওয়া গেছে। ৪০ জন পজেটিভ রোগীর মধ্যে চট্টগ্রাম মহানগরের ২৫ জন অন্য ১৭ জন চট্টগ্রামের অন্যান্য উপজেলার মধ্যে। সাতকানিয়া -৭ জন, সীতাকুণ্ড -৫ জন, হাটহাজারী -১ জন, বোয়ালখালী -১ =সহ মোট আক্রান্ত,হয়েছে চট্টগ্রামে ১৪ জন ,আক্রান্তদের মধ্যে ২৫ জন, চট্টগ্রাম মহানগর এলাকায়, সাগরিকা
(অলংকার) -১ জন, বহদ্দারহাট -১ জন, হালিশহর-৩ জন, কসমোপলিটন-১ জন, আগ্রাবাদ-১ জন, মেহেদীবাগ-১ জন, বাকলিয়া-৪ জন,নাসিরাবাদ -১ জন, মোগলটলী -১ জন,ইপিজেড-২ জন,সরাইপাড়া-১ জন,চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ( কক্সবাজারের ) -১ জন, ফিরিঙ্গীবাজার-১ জন, দামপাড়া-১ জন, আইসফ্যাক্টরী ( কোতোয়ালী)-১ জন, মীর্জাপুল-১ জন, সদরঘাট -১ জন, আম বাগান রেলওয়ে কলোনী-১ জন, সাগরিকা (কাজিরদীঘি) -১ জন, সিএমসিএইচ(CMCH) -১ জন, খাগড়াছড়ি জেলার মানিকছড়ির বাসিন্দা জন, সর্বমোট =৪০ জন , চট্টগ্রাম ৬১ নমুনা পরীক্ষা করে চল্লিশটি পজেটিভ আসে এবং বাকি ২১ টি নেগেটিভ।