মোসলেম উদ্দিন (ইমন)
প্রাণঘাতী মহামারী করোনাভাইরাস বন্দরনগরী চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরো ১২ জন আক্রান্ত হয়েছে, চট্টগ্রাম বিআইটিআইডিতে ১৮৩ টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে মোট =১৪ টি পজিটিভ আসে তার মধ্যে চট্টগ্রামে ১২ জন, (১১ জন নতুন করোনা রোগী আরেকজন দ্বিতীয়বার পরীক্ষা করে পজেটিভ আসে তিনি আগেও একবার করোনা পরীক্ষা করে নেগেটিভ আসলে পরে আবার পরীক্ষা করলে তার করোনাভাইরাস পজিটিভ হয়। নমুনা পরীক্ষায় পজিটিভ) এবং লক্ষীপুর জেলায় -২ জন রয়েছে।
চট্টগ্রাম জেলায় মহানগরীসহ) নতুন করোনা রোগী ১১ জন, পজিটিভের মধ্যে, পটিয়া উপজেলার -১ জন,সাতকানিয়া উপজেলা( মাদার্শা) -১ জন, চট্টগ্রাম মহানগরে, ইপিজেড -১ জন, কদমতলী-১ জন,অক্সিজেন ( মুরাদনগর)-১ জন, চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ( CFH) -১ জন, পার্ক ভিউ হাসপাতাল -১ জন,পাহাড়তলী( বাচা মিয়া রোড)-১ জন, হালিশহর -২ জন,দেওয়ানহাট-১ জন,মোট = ৯ জন, চট্টগ্রাম মহানগর এলাকায় =৯ জন, ২ উপজেলায় ২ জন সর্বমোট ১১ জন আগের এক জন মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১২ জন চট্টগ্রামে ১৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয় তার মধ্যে ১৪ পজেটিভ বাকি ১৬৯ টি নেগেটিভ।