![](https://ajanabangladesh.com/wp-content/uploads/2022/03/life2.gif)
নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা(পটুয়াখালী)
গত সোমবার রাতে নরসিংদী থেকে নৌ পথে গলাচিপায় আসা ১১ জন শ্রমিকের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুল ইসলাম। জানা গেছে, ড্রেজার শ্রমিক নরসিংদী থেকে নৌ পথে নিজ এলাকায় আসার সময় হিজলা পুলিশের হাতে আটক হয়। পরে হিজলা পুলিশ দশমিনা পুলিশের কাছে এবং এরপর গলাচিপা উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করে। গত সোমবার রাতে আটকের পর এদেরকে গলাচিপা সরকারি ডিগ্রি কলেজে প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টাইনে রাখা হয়। গত মঙ্গলবার সকালে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। তাদের রিপোর্ট নেগেটিভ আসার ফলে এখন পর্যন্ত গলাচিপা উপজেলা করোনা ভাইরাস মুক্ত।