![](https://ajanabangladesh.com/wp-content/uploads/2022/03/life2.gif)
নিউজ ডেস্কঃ
নোয়াখালীর বেগমগঞ্জের প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী বাজারে লকডাউন করা দোকান প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে খোলায় করোনাভাইরাস আক্রান্ত ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।আজ রবিবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুব আলম এ জরিমানা করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুব আলম বলেন,
লকডাউন অমান্য করে চৌমুহনী বাজারের করোনা ভাইরাসে আক্রান্ত এক ব্যবসায়ীর দোকান ‘গগণ সাহা ষ্টোর’ নামে একটি দোকাম খোলায় ওই প্রতিষ্ঠানের মালিক রাজন সাহাকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন, এর আগে ওই মালিক দোকানের কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার তথ্য গোপন করে তার সৎকার করেছে। পরবর্তীতে তিনিসহ তার দোকানের আরো ৩ জনের নুমনা পরীক্ষায় করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর তার প্রতিষ্ঠানসহ তাদেরকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়, এবং তার প্রতিষ্ঠানকে করা হয় লকডাউন।