মা এই শব্দটিতে জড়িয়ে আছে অনেক আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা। আমরা অনেক নামে ডাকি আমাদের মা’দের। আম্মা, আম্মু, আম্মি, আম্মাজান, মা, সব নামে মায়ের ভালোবাসাটি লুকিয়ে থাকে।১০ মাস ১০ দিন গর্ভে, দুই বছর বুকে, সারাজীবন দোয়ায় রাখেন আমাদের মায়েরা। মা’তো সেই মা তাঁর তুলনা কারো সাথে হবে না। আমি মনে করি বছরের ৩৬৫ দিন মা দিবস। মায়ের জন্য ভালোবাসা সারাজীবন।সকল ধর্মে মা’কে সম্মান দিয়েছেন। মায়ের পায়ের তলে সন্তানের বেহেস্ত। মায়ের দিকে রহমতের নজরে তাকালে হজ্জ্বের সওয়াব।
আমাদের কোনো সমস্যা হলে কেউ সেটা না বুঝলেও মা ঠিকই বুঝে যায়। কিন্তু ছেলেরা ঠিকই মা’দের ভুলে যায়। হ্যাঁ আজ মা দিবস কিন্তু আজও মা’দের জায়গা হয় বৃদ্ধাশ্রমে। যেদিন পৃথিবীর বৃদ্ধাশ্রম সবগুলো বন্ধ হবে সব মায়েরা যেদিন তাঁর সন্তানদের সাথে থাকবে সেদিন হবে মা দিবস। পরিশেষে বলতে চাই পৃথিবীর সব মায়েরা ভালো থাকুক পৃথিবীর সব মায়েরা তাঁর সন্তানদের সাথে সুখে শান্তিতে থাকুক।
লেখক: আল ওমায়ের (সাকিব) উপ-বার্তা সম্পাদক অজানা বাংলাদেশ।