আন্তর্জাতিক ডেস্কঃ
অর্থনৈতিক চাকা চালু রাখতে ভারতে চালু করতে যাচ্ছে দূরপাল্লার ট্রেন, ভারতে আগামী ১২ মে মঙ্গলবার থেকে সীমিত আকারে দূরপাল্লার ট্রেন চালু করার ঘোষণা দিয়েছে ভারতের কেন্দ্রীয় রেল কর্তৃপক্ষ। দেশজুড়ে ১ মাস ১৫ দিনের বেশি সময় ধরে পুরো ভারতে লকডাউন চলছে। আগামী ১৭ মে তৃতীয় দফার লকডাউন শেষ হওয়ার কথা থাকলেও অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে লকডাউন শিথিল করছে ভারতের সরকার। ভারতের রেলমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ‘আগামী ১২ মে থেকে ধীরে ধীরে যাত্রীবাহী ট্রেন পুনরায় চালু করা হবে। প্রাথমিকভাবে ১৫ জোড়া বিশেষ ট্রেন ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে দেশের বড় স্টেশনগুলোতে চলাচল করবে।
১১ মে বিকেল ৪টা থেকে ট্রেনগুলোর টিকিট বুকিং শুরু হবে জানিয়েছে রেল মন্ত্রণালয়।’এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তৃতীয় দফার লকডাউন শেষ হওয়ার আগেই ১২ মে অর্থাৎ পরশু থেকে যাত্রীবাহী ট্রেন চালানোর ঘোষণা দিল ভারতের সরকার। তবে প্রথম দফায় ১৫ জোড়া যাত্রীবাহী ট্রেন দেশজুড়ে চালানো হবে। এদিকে দেশটিতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৬৫ হাজারের বেশি।আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার ভারতের রাজধানী নয়াদিল্লি স্টেশন থেকে ডিব্রুগড়, আগরতলা, হাওড়া, পাটনা, বিলাসপুর, রাঁচী, ভুবনেশ্বর, সেকেন্দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুঅনন্তপুরম, মাডগাঁও, মুাম্বই সেন্ট্রাল, আহমেদাবাদ এবং জম্মু-তাওয়াই এই ১৫টি রুটে চলবে এসব যাত্রীবাহী ট্রেন।
তবে ধাপে ধাপে যাত্রীবাহী ট্রেনের সংখ্যা সংখ্যা আরো বাড়ানো হবে। আগামীকাল সোমবার বিকেল ৪টা থেকে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের (আইআরসিটিসি) ওয়েবসাইটে পাওয়া যাবে এসব ট্রেনের টিকিট। ভিড় এড়াতে টিকিট কাউন্টার আপাতত বন্ধ থাকবে সব টিকেট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে বলে জানিয়েছেন। ভারতে গত একদিনে নতুন করে আরো ২ হাজার ১৫৩ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে মোট কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৬৫ হাজার ২১ জন। আক্রান্তদের মধ্যে ২ হাজার ১৫৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৬৬৫ জন এ পর্যন্ত।